ক্ষুধাথর্ শক্তিহীন লড়াকু

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

দিপু খান
অন্ধকার আকাশের বুকে মেঘ পাতালি চঁাদ এসে ফিক করে হাসি দিয়ে যায়, ঘুমহীন অনাহারি খঁাচার পাখিটি কলরবে মাতিয়ে তোলে নিজর্ন কুঁড়েঘরটির উঠোন। একটা দু’টো করে খিদে গলায় সাজায় স্বপ্নের সুর মনিব ফিরবে, বাটি ভরা খাবার ফিরিয়ে দেবে আমার যৌবনময়ী কণ্ঠ। কিন্তু স্বপ্নের বিরুদ্ধে জেগে ওঠে মেঘ ঝড়ো হাওয়া ক্ষুধাথর্ শক্তিহীন লড়াকু স্বপ্ন বঁাচাতে লড়ে যায় শেষ নিঃশ্বাস পযর্ন্ত অতপর, খাবারহীন অপরাজিতা হয়ে যায় কীটপতঙ্গের খাবার।