জাতির পিতা

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

শান্তা সিকদার সোরাইয়া
চিরশিশু হয়েও জাতির পিতা তুমি, একটি ভাষণে বঁাচিয়েছ বঙ্গভ‚মি। মহা সেই রক্তখেলা কেউ খেলত না, তোমার ভাষণ যদি না যেত শোনা। সেই ভাষণে ছিল রক্তমাখা বজ্রকণ্ঠ, সাথে বহু উৎসাহ ও সত্য বাণী। তার ভাষণে তার কণ্ঠে ও কথায়, বাঙালির মুছেছে ভয় মনের গøানি। মুক্তির পথ দেখিয়েছিলে তুমি, বঁাচিয়েছ দেশ বঁাচিয়েছ মাতৃভ‚মি। তুমি অন্ধকারে পথ দেখানো একটু আলো, পথপ্রদশর্ক। তুমি সারা বাংলার অহংকার, তুমি বীর, তুমি রক্ষক। আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র, মুজিব তোমারই কারণে। হাজার নয় শুধু লক্ষ বছর, তুমি থাকবে সবার মনে। তুমি বঙ্গবন্ধু তুমি বাঙালির পিতা, তোমার কাজে ও তোমার ত্যাগে। মরেও আজও অমর তুমি, বাংলায় থাকবে সবার আগে আগে।