প্রেম সিরিজ ৫৫

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

সমীর আহমেদ
রোগশয্যার পাশে ক্লান্ত-উদ্বেগ চোখে জমে আছে রাতের কুয়াশা। অন্ধকারে বেদনার ডালে ফুটে আছো আশ্চযর্ কুসুম! যদিও বিষণœ, করুণ; তবু ভেতরের মোহময় মধুর সুবাসে অস্থির এ মৌমাছি-মন। জানি সে পাবে না ঠঁাই কোথাও এই পরদেশী ফুলে। তবু বাম পাজর থেকে উড়ে যায় অভিমানী মেঘ। সাহারা মরুতে আজ সে গোপনে তুমুল বৃষ্টি ঝরাবেই। কী অথর্হীন পৃথিবীর এসব ক্রন্দন! তবু চোখের ক‚লে ও জলে ঢেউ তুলে জেগে থাকে অনন্ত তিয়াসা।