আয়নায় আগুনের প্রতিপত্তি বিস্তৃত হলে, মানুষ
তা আর হাতে নিতে পারে না। দেখতে পারে না
আয়নায় নিজের মুখ-
সংঘবদ্ধ যে মেঘ মানুষের মাথার উপর দিয়ে
উড়ে যায়; তার ছায়ার সঙ্গেও করতে পারে না
নিবিড় সংলাপ! আঁকতে পারে না প্রিয়তমার ছবি।
আমি অনেকগুলো উজ্জ্বল দুপুরের আলোতে
বহুবার আঁচড়িয়েছি আমার চুল। মাথায়-
আঙুল বুলাতে বুলাতে অনুভব করেছি আগুনের
বিনম্র উষ্ণতা। আর যে গল্প তোমাকে বলব
বলে ভ্রমণ করেছিলাম ক্যানকুন শহর-
সেই না বলা গল্পের জন্য, সংগ্রহ করেছি আরও
কয়েক টুকরো আকাশ;
জেনেছি- আকাশের দিকে তাকালেই মানুষ
দেখতে পারে নিজের ভবিষ্যৎ ও ভবদৃশ্যগুলো।