শীতের অতিথি

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

বদরুল হায়দার
গোল টেবিলের আড্ডায় ভূগোল ভুলে পৌরনীতি পাঠ শেষে দুপুর গড়ায় শীতের শরীরে। সঙ্গীত মনষ্কতার বিপরীত ভাষায় তোমার ইঙ্গিত মনের কুয়াশায় ভাষান্তর করে শাপেবরে। পাতা ঝরা স্বভাবের ঝরে পড়া মনের আবেগে বাড়তি সৌজন্য বোধে রঙকরা বেদনার ফুল ঝরে অকাতরে। ঘিত কুমারীর অমস্নরসে প্রাণের আবেশে তোমার মনের স্বপ্নছোঁয়া আঁধারের তিক্তচাষে ঘুণেধরে প্রেমের পরশে। সাফকথা বলে দাও হৃদয়ের সভাঘরে। অপারগতার আদরে আমি স্বপ্নের সাগরে খুঁজি আনন্দের প্রীতি। তুমি মিলন সন্ধির শর্তমূলে টেনে আনো শীতের অতিথি।