কবিতার ফুলচাদর

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

সাকিব জামাল
শীতের রাতে দোকানে চলছে জমজমাট উৎসব। দোকানে একটি চাদর ছিল কবিতার, আবৃত জোড়া গাঁদাফুল! ছিল করপোরেট ক্লাসের আরও আরও পণ্য। ক্রেতারা এলো, একে একে নিয়ে গেল- তাদের পছন্দের পণ্যসকল। রাত গভীর হলো... দোকান বন্ধ করার নোটিশ লাগিয়ে বাসায় ফিরে যায় সবাই। অথচ, আজও চাদরটি কেউ চায় নি, নেয়নি কেউ গাঁদা ফুলের ঘ্রাণ! দুর্ভাগ্যের হ্যাঙ্গারে ঝুলে থাকে- কবিতার ফুলচাদর!