অন্তরালের ইতিকথা

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

আহমাদ কাউসার
নৈশব্দের দেবী নামে কুয়াশাভেজা রাতে হিমের দাপটে চুপসে যায় জোনাক ঝিঁঝি পাতাদের চোখ থেকে ঝরে অশ্রম্ন তোমার ঠোঁটে ঠোঁট রাখতেই... শরীরে আসে উষ্ণতার ঢেউ শরীরে মিশে শরীর স্তনের ভাঁজে ভাঁজে ফেলি নিশ্বাস তোমার ঘাম শুঁকে হই মাতাল লবণ জলের সমুদ্রে নেমে জাগ্রত করি প্রজন্মের সত্তাকে জনক-জননীর তকমার অপেক্ষায় তুমি আমি।