এইখানে নদী ছিল

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

জহুরুল ইসলাম
উত্তাল নদীর- ঢেউ, ভেঙে পড়ে সারাদিন সারারাত। পথিক, সয়ে যায় নীরব যাতনা। জলন্ত চিতার মতো শুধু পুড়ে যায়- আঙিনার বাতাস কাঁপিয়ে এখন ভাটি পথে- জোড়াচোখ চেয়ে থাকে। সে এখন পাখির মতো। এইখানে নদী ছিল- বিরাট নদী, \হশুধু পড়ে আছে স্মৃতির আগাছা।