মৌতাত অথবা মৃতু্যগন্ধ

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

শাহনাজ পারভীন
আকাশের সূর্য গন্ধ দেখলেই যেমন বোঝা যায় আশেপাশে ধারে কাছেই রোদ্রের বিভায় ভেসে যাচ্ছে প্রকৃতি অথবা বৃষ্টির মৌন গন্ধে কতখানি উন্মাতাল বৃক্ষ পলস্নব। তেমনি আবার কিছু শব্দের আঁচ পেলেই বোঝা যায় ওটা রোজকার গৃহস্থালির যদিও ভাপ ওঠা ধোঁয়ার গন্ধগুলো বলে দেয় বলক ওঠা গরম ভাতের শব্দগুলো মিশে আছে জীবনেরই মহানন্দে। অথবা আরও কিছু নিমগ্ন শব্দে কান খাড়া হয়ে যায় কিছু অন্তর্গত সংলাপের গন্ধ শঙ্কায়! অথবা মৃতু্যর গন্ধে যেমন বোঝা যায় জীবন গন্ধা আলোড়ন কত অসামান্য! তেমনি তোমার কণ্ঠের ঝনাৎ শব্দের গন্ধে আমি বুঁদ হয়ে থাকি আজীবন।