ভীষণ শখের

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

আরিফুল ইসলাম
তোমাকে আলাদা করতে পারলাম না। বহু রজনী, অনন্ত দিবস কেটে গেলেও তোমাকে আলাদা করতে পারলাম না। প্রতিদিন হাজারও মুখ চিরচেনা হয়ে যায়! চিরচেনা হয় রাস্তাঘাট, শহর, বন্দর, নদীনালা তবুও, তোমার স্মৃতি মস্তিষ্ক খুবলে খায়। তোমাকে আলাদা করতে পারলাম না। শহরের সাথে যেমন ধূলিকণা সেই ন্যায় তুমি মিশে আছ মস্তিষ্কে। তুমি চাইলেই আসতে পার কিংবা আরও দূরে সরে যেতে। তোমার আগমন সর্বদা জাগ্রত করে রাখে উড়িয়ে দেওয়া শুষ্ক অনুভূতিতে। এত শত হিসেবের ভিড়ে তুমি আমার ভীষণ শখের, একমাত্র দুঃখ।