কষ্ট পেলেই নিজেকে লুকাই

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

রাজীব হাসান
খুব বেশি কষ্ট পেলে নিজেকে লুকিয়ে রাখি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ থেকে অফলাইনে চলে যাই নিজের কষ্টটাকে দ্বিগুণ করতে একাকিত্বের সাথে সময় কাটাতে শুরু করি। কেউ পাশে থাকুক আর না থাকুক নিজেকে নিজেই হারিয়ে ফেলি অন্ধকার জগতে নিজেকে নিজেই ধিক্কার জানাই নির্জন কোনো গাছের নিজে একাকি বসে। খুব পেয়ে আপন ভেবে যাদের কাছে টানা হয় তাদের প্রতি নিজেকে বিলিয়ে দিয়ে পরক্ষণে তাদের দেওয়া কষ্ট নিয়ে আঁধারে নিজেকে লুকিয়ে রাখি মনে জমে থাকা কষ্ট যখন কমে যায় তখনই আবার নিজেকে মানিয়ে সবার সামনে আসি।