দূরগামী

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

রেজাউদ্দিন স্টালিন
বৈশাখের এই নিদাঘ নম্র দিনে, দেখবো মেঘের আত্মা সরেজমিনে। কোথায় গাছের হাহুতাশ শোনা যায়, পাখিরা পাতার মন্দিরে কেন যায়? মেঘ জানে ঠিক বৃষ্টি কোথায় হবে ফুল জানে কার জন্মের উৎসবেÑ ঝরবে পাপড়ি স্বপ্নের ইকেবানা, বায়ু ঝিঁঝিঁদের সতকর্ আনাগোনা লক্ষ্য করব পথে পথে প্রতিদিন গায়ক নদীর কণ্ঠ কোথায় ক্ষীণ, কোথায় ঝড়ের খোল-করতাল বাজে এত অভিমান বজ্রের আওয়াজে? হাওয়া কেন এত হয়ে ওঠে ববর্র, বৈশাখ কেন থাকবে নিরত্তর? এই প্রশ্নের পেছনে ছুটছি আমি, জানি বৈশাখ তারো চেয়ে দূরগামী।