বিরহ উৎসব

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

অনিবার্ণ বন্দ্যোপাধ্যায়
এ শহরে বসন্ত ফুরিয়ে এসেছে প্রায়! পলাশের গাছে শেষ লাল ফুলগুলো খুব একা, নিভৃতে গুনছে মৃত্যুর দিন ... তবে এখনও ততটাই সুন্দর, সময় ওদের স্পশর্ করেনা। কিন্তু কেন একটাও ক্যামেরা তাক করে নেই ওদের মুমূষুর্ ঘোলাটে চোখে? আর তো মোটে কটা দিন! এবার ওরা ফিরে যাবে... না :! আজ বরং শহর জুড়ে ভীষণ জোরে বৃষ্টি হোক, আকাশ ভেঙে হামলে পড়–ক দু’তিনটে মস্ত রামধনু প্রত্যেক পলাশের ব্যাকগ্রাউন্ডে... তার সাথে সাথেই ব্যস্ত হয়ে উঠুক শহরের সমস্ত ক্যামেরার লেন্স...