ঝিনুক কুঁড়ি

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
এই খানে এই রোদের ভিতরে বুনে যাই বীজ, রক্তের বীজ যে বীজে জন্ম নেবে শুদ্ধস্বর মুগ্ধমন্ত্র মহাকালের সারগাম বেজে উঠবে শঙ্খধ্বনি, জলের কলস যে বীজে জন্ম নেবে অগ্নি পুরুষ অগ্নিবাহন কাব্য পাথর গাছ আর শ্বেত কপোতের ডানা, এই খানে এই রোদের ভিতরে লুকিয়ে আছে অগ্নিগিরির ভ্রƒণ আগুনের বীজ যে বীজে জন্ম নেবে স্বণর্ ফসল, বিশুদ্ধতা মহাকালের শুভ্র সকাল সাত সাগরের জলস্থলী বাতাস ছিঁড়ে জন্ম নেবে স্বপ্ন মহষির্