মৃত্যু পতঙ্গসমান কিংবা পতঙ্গের মৃত্যু প্রসঙ্গে

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

অঞ্জন আচাযর্
ইদানীং কী যে হলো, ঠিক বুঝতে পারি না রৌদ্রোজ্জ্বল দিনকে মনে হয় অমানিশা, কৃষ্ণপক্ষের শেষ তিথিতে দেখি রাতের আকাশেÑ জ্বলজ্বল করছে রূপোর থালা। এমনটা তো ঘটেনি আগে কখনও তবে কি মানুষ থেকে বাদুড়-জন্ম হচ্ছে ক্রমাগত? স্তন্যপানের মিল তো আছেই। তাই এমনতর সন্দেহ। এই যে দিনের বেলায় উল্টো ঝুলে থাকা জীবন এই যে শব্দ ছড়িয়ে ছড়িয়ে এগুনোÑ এ তো বাদুড়েরই। তফাৎ একখানেÑ শব্দের তরঙ্গ ছড়াই, প্রতিধ্বনি পাই, নিরুত্তোর থাকিÑ মৃত্যুর জন্য।