মহাজীবনের গান

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

ইদ্রিস সরকার
বড় সাধ ছিলো নিজ হাতে গড়া রঙিন এ পৃথিবীতে ডানাভাঙা স্বপ্নগুলো উড়াবো আকাশে নিরিবিলি জোছনায় দেখবো সেসব সুখ স্বপ্ন অনবদ্য মজবুত ঘর কৃষ্ণচ‚ড়া পলাশ গহনে পাখিদের কালজয়ী গানে মজবুত ঘরে বিচিত্র ফুলের সুগন্ধ ছড়াবো আলোকিত রৌদ্র ছড়াবোই নিজস্ব কৌশলে আলোকিত জীবন প্রবাহ নিক্ষেপ করবো সারাদিনমান নূহের প্লাবনে বিষণœ সময়ে বিপন্ন প্রান্তরে ডেকে আনবোই যৌবনের অনাবিল শান্তি অনাবিল শান্তির নাম ধরে বলবো এসো পাখিদের গানে সমুদ্রের কলতানে জীবন নৌকো ভাসিয়ে ছুটে যাবো দূর বহু দূর ভিন্ন ধারার প্রকৃতির যতো শত্রæতা করুক পিছনে যাবো না ফিরে।