মৃত্যু যার নাম

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

শারমিন সুলতানা রীনা
জীবনের মাঝপথে দঁাড়িয়ে থাকা ওকে আমি পাগল প্রেমিক বলে ডাকি। যদিও তার একটি নাম আছে সে নামে ডাকতে বড় বাধা। অস্তিত্বের সাথে মিশে থাকা সেই তাকে আমি দূরে সরাতে পারি না। নাছোড়বান্দা বলে কথা, কথা হয় প্রতিক্ষণ শুধু দেখাটাই থেকে যায় বাকি। ভরা বসন্তে তার সৌরভের তীর বিদগ্ধ করে বেঁচে থাকার তৃষ্ণা বাড়িয়ে দেয় আরও এক ধাপ। হৃদয়ে এত জল তবু তার জলেই সঁাতার কাটায় বিভোর এ মন। দিন রাত প্রহরায় থাকি আমি তার। এত প্রেম লুকানো যে অঁাখিতে, তারপরও ধমকে বলি চাই না এত প্রেম ফিরে যাও। এসো কোন চঁাদনী পশর রাতে, তোমার নায়ে আমি নায়রী হবো রুপোর বাটায় সাজিয়ে নেবো সঁাচি পান। নাইয়া তুমি চলে যাও, এখনও অনেক কাজ বাকি। সিহরে দঁাড়িয়ে থাকা নিরুত্তর সে প্রেমিক। বেপরোয়া আমিও তাকিয়ে থাকি আকাশের পানে। পুরো পৃথিবী যেদিন নক্ষত্রের জোসনায় স্নাত হবে সেদিন তার শীতল পরশে সঁপে দেবো নিজেকে। আমার সে পাগল প্রেমিক আরও পাগল হবে মৃত্যু যার নাম।