মুক্তির সন্ধান

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

শান্তা সিকদার সোরাইয়া
কত মুক্তির স্বপ্ন কত বেদনার অশ্রæ, কত রক্তে গড়া এই দেশ। কখনো ফুলে সজ্জিত কখনো রক্তে রঞ্জিত, নানান সময় ধরে নানান বেশ। এ স্বণর্ভ‚মি কত পশু কত হায়না বহু লোভীদের থেকে জেতা, বিজয়ের স্বপ্নকে বাস্তব করেছে বাঙ্গালীর সাহস ও একতা। সেই পশুসেনা ও লোভী হায়নাদের শোষণ অত্যাচারের ভিড়ে, দীঘর্ যুদ্ধের মাধ্যমে বাঙ্গালি মুক্তি এনেছে ন্যায়ের জোরে। সেই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, মুক্তির যুদ্ধ, তাইতো সেই শোষক হায়নাদল স্বাধীনতাকে করতে পারেনি রুদ্ধ। বাঙ্গালি ভয়কে করেছিল খুন ত্যাগ করেছিল সব, অস্ত্রহীন তারা করেছে যুদ্ধ বিশ্বে তুলেছে কলরব। সাহসের জোরে বীর বাঙ্গালি নাম তুলেছে অবনির ইতিহাসে, তাদের নামগুলো স্বণার্ক্ষরে নয় রক্তাক্ষরে চোখে ভাসে। মায়ের বাধ্য খোকা অবাধ্য হয়ে ছুটেছে দেশের টানে, ভয়ে নয় খোকা ছুটেছে দেশের মুক্তির সন্ধানে। আশাভরা চোখে কত অপেক্ষা করে গেছে খোকার মা, কঁাদো কঁাদো কণ্ঠে বলে গেছে খোকা এখনো কেন আসনো। মায়ের চোখ ছিল ভেজা ভেজা মনে খোকাকে হারানোর ভয়, তবে মাও ছিল এক মুক্তিসেনা সে ভয়কে করেছে জয়। বহু নারী ত্যাগ করেছে সুখ দিয়েছে সিঁথির সিঁদুর, বাঙ্গালির চোখ অপেক্ষায় ছিল দেখতে মুক্তির নূর। মুক্তির সেই রবি উঠেছিল অনেক রক্ত বন্যার পরে, এ যুদ্ধ দিয়েছিল বাংলার কোল খালি করে। তবে বিজয়ের সেই মুহ‚তর্ ছিল অনেক অনেক দামি, কেননা বাঙ্গালি স্বাধীন স্বাধীন এ জন্মভ‚মি।