লজ্জা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

শাহীন রেজা
পারুল ফুল পারুল ফুল কী ছিল তোর গোপন ভুল কোন সে পাপে পুড়লিরে তুই শিশির অঁাকা ভোরের জুঁই আব্রæ গেল লজ্জাও নাই কোন জলেতে কান্না ভাসাই শোকের বসন কাফন হলে ঘৃণার শরীর আর কি চলে বিবেক জুড়ে রক্ত ফাগুন কৃষ্ণচ‚ড়ায় ক্ষোভের আগুন সুবণর্চর সুবণর্চর তুই যে চেতন তুই যে ঝড় একাত্তরের সেই শকুনে তোর বুকে বীজ কেমন বুনে সেই রাজাকার এই রাজাকার একই রূপ একই আকার পারুল আমার দু’লাখ এক লেখ রে তোরা আবার লেখ পারুল বোন পারুল বোন তুই এ জাতির লজ্জা শোন এ ইতিহাস থাকবে অঁাকা হৃদয় ভ‚মে যতেœ রাখা।