একটি কবিতার জন্মকথা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

আবু হেনা আব্দুল আউয়াল
একটি কবিতা লেখার জন্য সারারাত লেখার টেবিলে কবি কবিতাটি অসমাপ্ত রেখে সকালে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখে বেলা দ্বিপ্রহর কবিতাটি পাÐুলিপি ছেড়ে প্রেসে যেতে চায়, কিছু শব্দ বাক্য মাইনাস প্লাস করে প্রেসে পাঠিয়ে নিশ্চিন্ত কবি, ছাপা হচ্ছে একটি কবিতা, প্রেস থেকে বইয়ের ভেতরে এবং অতঃপর পাঠকের মুখে যেতে কী উচ্ছ¡াস তার