চেতনায় একুশ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

আলমগীর খোরশেদ
সাতষট্টিতে পা রাখা বায়ান্নের একুশ আজ, ছড়িয়ে যাক সবার মাঝে মাতৃভাষার সোনার তাজ। আন্তজাির্তক স্বীকৃতি পেল একুশের সেই চেতনা, মহীরুহ হয়ে মুক্তিযুদ্ধ লাখো শহীদের বেদনা। ভাষার লড়াই, পিছনে ছিল স্বদেশ, রাজনীতি, সংস্কৃতি, শোষণ বঞ্চনার প্রতিবাদ স্বাধীনতার মূলনীতি। জাতীয়তার উপাদান মাতৃভাষা বহাল করতে জীবনে, চুয়াল্লিশ ধারা ভঙ্গ, রক্তদান করলো বরণ, মরণে। একুশের চেতনায় স্বাধীনতা বঙ্গবন্ধু, মানবতার জননী, শেখ হাসিনা, মধ্য আয়ের দেশ বাংলা উন্নয়নের ঠিকানা।