আহা জীবন

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

সুলতানা ফিরদৌসী
চুপি চুপি মানুষের জন্ম আবার নিজর্নতার কালো অন্ধকার ছেয়ে মানুষের মৃত্যু। আহা জীবন আহারে জীবন! অনেক সময় নীরবে কঁাদে আত্মা দূর আকাশ, দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ হেসে হেসে আলো ছড়ায় স্বপ্ন বোনেÑ আবার মড়ক লেগে মানুষের স্বপ্ন ভেঙে যায়, মন ভেঙে যায় আঘাতের তোড়ে ছিন্নভিন্ন হয়ে যায় আহা জীবন আহারে জীবনÑ। তবুও মানুষ জোরালো বাতাসে বেঁচে থাকার ইচ্ছে প্রকাশ করে। যতক্ষণ প্রাণ ততক্ষণ স্বপ্ন ভালোবাসা আরও কত কি? আহা জীবন তুমি আমার ঘনিষ্ঠজন।