সুবণর্চর

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

মামুন মুস্তাফা
চারদিকে ব্যানার ফেস্টুন। সেøাগানে সেøাগানে মথিত লোকলয়। শুধু মুঠোভরা শূন্যতা নিয়ে বিস্ময়ের অপারÑ সূযের্র খাড়া থেকে ঝুলছে দুন্ত রোদ, শীতের হাহাকার ভরে নেয় দূরের কোনো সুবণর্চর! উন্নয়নের নারী সমতলে পায় না ঠঁাই। রাতের বউঝিরা আজ মূক ও বধির; ট্রিগারে আঙুল, তবু আত্মহত্যা বড় বেশি করুণ লাগে। কণ্ঠহাড়ে বিঁধে আছে বিষময় গণতন্ত্র।