ইচ্ছেঘুড়ি

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

রোকেয়া ইউসুফ
একটু তোমার পেতে পরশ পিয়াসী, উতল চাতকপ্রাণ যেমনি উতল জ্যৈষ্ঠপ্রবল বষার্ব্যাকুল খরার ঘ্রাণ, যেমনি উতল মৌবনেতে ভ্রমর খেঁাজে প্রেমের সুখ, ফাগুন বেলার বাউরি বাতাস যেমনি কঁাদায় প্রিয়ার বুক, কবির প্রহর থর থর থর যেমনি কাটে ভাবের বানে, যেমনি বিভোর বাংলাহৃদয় চযার্পদের দোহা গানে, যেমনি টানে আকাশপ্রদীপ জোয়ার জলে ভাটার টান ইচ্ছেঘুড়ি টানতে তেমন-শীত সকালে সূযর্স্নান।