শকুন, শকুন

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

স.ম. শামসুল আলম
আকাশে শকুন, মাটিতে শকুন আমার চারদিকে শুধু শকুন, শকুন না চলতে পারি, না বলতে পারি লাল নীল সাদা হলুদ সবুজ বেগুনি শকুন শুধু গোমাংস নয়, সব খায় নরমাংস কি নরম রমণী শিশু কি বয়সী সব খায়, সব। মাটি থেকে চোষে আদ্রর্তা, ফলে ফলে না ফসল, জন্মে না ঘাস নদী থেকে জল খায়, বালুু খায় বন থেকে গাছ রোদ থেকে শুষে নেয় সব আলো মেঘ থেকে ছায়া খেতে পারে জীব, জড়, বায়বীয় টাকা সোনাদানা অথবা ডলার শকুনের ঠেঁাট থেকে নিস্তার পাওয়া দুঃসাধ্য আমার চারপাশ ঘিরে শকুন, শকুন। যে যতই এসে লাফাক এখানে কোনো লাভ নেই, শকুন নিধন ভীষণ জরুরি ফাল দেওয়া যত সোজা মনে করো মাতৃত্ব যোনি রক্ষা কঠিন।