অচিন পাহাড়ের ফুল

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

জে এম আজাদ
উৎসগর্ : তাকে, যে আমার নিমোর্হ চোখে বুনে দিয়েছিল স্বপ্ন বীজ আমার কৈশোরের সাদা শাটের্ ইচ্ছের নীল রং ছিটিয়ে যে আমায় গৃহত্যাগী করেছিল, মাঝরাতে কঁাসর বাজিয়ে যে আমার ঘুম কেড়ে নিয়েছিল ঝুম বৃষ্টিতে একসাথে ভিজব বলে কথা দিয়ে সেই যে চলে গেল আর আসেনি গাঢ় হওয়া বিশ্বাসের তঞ্চকতা আজ ফুল হয়ে ফুটে আছে অচিন পাহাড়ে; আজ আমি তার নথে নেই, নোলকেও নেই তার সাথে ডুব স্নানের স্মৃতিমাখা জলে কেবলই ঝরে পড়ে স্বপ্ন জাগানিয়া সেই অনূঢ়া শ্রাবণ জলোচ্ছ¡াসে জল থাকে, থাকে উচ্ছ¡াসও মাঝখানে নিবিড় অভিমান খরায় পোড়া এই চোখে তাকিয়ে কে বা তার সবটুকু পড়ে নিতে পারে?