বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দৃষ্টিসীমা ও ঐশী

সৌরভ সালেকীন
  ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

ঐশী শুদ্ধ হও,

প্রেমের পরিণতি ভেবে বসে থেক না।

শহরের গলিপথে প্রাত্যহিক ঝঞ্ঝাটময়

জীবনের অভিশাপ জেনে ভয় পেও না!

মনে রেখ, এ জীবন তোমার একার নয়।

এ-পরিণতি কখনো মৃতু্য নয়।

প্রেমের ধ্বংসস্তূপ, আর বিরহের সূচনা যেখানে!

সেখান থেকেই জীবনের উপলব্ধি শুরু-

কঠোরতা প্রদর্শনে আত্মতৃপ্ত অনুসন্ধান আর

বিধ্বস্ত মন নিয়ে দম্ভ কেবল আত্মকেন্দ্রিক

পাগলামো ছাড়া আর কিছু না।

এলোমেলো দৃষ্টি প্রায়শই নিষ্পাপ হয়,

স্থীর বিষমাখা নেত্রপলস্নব অনাকাঙ্ক্ষিত

প্রাচীর গড়ে তোলে প্রতিনিয়ত।

ঐশী! তুমি ভালোবাসার পত্রপাঠ

অবুঝ গিলে খেয়েছ!

করুণ প্রেমপিপাসু চোখ আর

প্রত্যাখ্যাত তরুণদের দেখনি...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে