মানুষ চেনা

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ইমরান মাহফুজ
আবেগের ভারে নু্যব্জ বাংলাদেশ। পঞ্চাশ বছরেও চলছে মৌলিক হাহাকার হাজারো উচ্চশিক্ষিত কর্মহীন জোয়ান- তারুণ্যের বাকলের নিচে ঘুমায় ক্ষুধা। আলস্যে-বিলাসে বাড়ে পাখিতীর্থ বেদনা হিজল বনে দৃশ্যমান সফল ব্যবসা- তবু অজানা! মাথা দেখে নয়, খাতায় চেহারা দেখে আসে মার্ক যোগ্যতা দেখে না চেতনা নিয়ে মরিয়া- কাজ না বয়সে সিনিয়র হয় আহাম্মকের দল। হাবলাচোদা জানে না- ছাগল গরুর বয়স দেখে কোরবানি হয়, মানুষের দেখতে হয় বুদ্ধি বিবেক যোগ্যতা।