স্মৃতি সব দাঁড়িয়ে থাকে গা ঘেঁষে

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শম্পা মনিমা
ডাইরির পাতাটা হারিয়ে গেল তিল তিল করে গড়ে ওঠা সব চাওয়া পাওয়া দুকূল পস্নাবিত করা শাশ্বত সব লেনাদেনা, হলুদ বিকেলের ঘাসেরা মুখোরিত থাকতো যেখানে- হারিয়ে গেল- সবটুকু নিয়ে। কেটেছে সারাটা দিন, সারাটা সময় অতীতের সব আদরমাখা কথা দুধের সরের মতো অভিমানী লেখা প্রতীক্ষায় থাকা অনন্ত সব রং রাঙিয়ে ছিল ভীষণ চেনা আদরে এতটা যে আপন তাও হারিয়ের গেল- ঝরাপাতার হয়ে। স্মৃতি সততই নশ্বর- নিঃশব্দ মৌনতায় আবেশ যেখানে রেখেছিল আকাঙ্ক্ষার নীলচিঠি, শব্দের চিৎকারে ঘর বেঁধে ছিল অভুক্ত অপেক্ষার মন উঠোন জুড়ে খুলে যাওয়া পাতা তা জানতো, তবুও হারিয়ে ফেললাম....!