একটাই তারা

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মজনু মিয়া
বিছানা শূন্য পড়ে আছে, জানালার ফাঁক দিয়ে আলো আসছে। এ পাশ ও পাশ করতেই চোখে পড়ল তুমি নেই; কাক ডাকা ভোরে কোথায় তুমি? সূর্যের আলো বেরিয়ে আসতেই মনের চোখ খোলে গেল, নিশ্চয় কোনো কাজে চলে গেছ। যখন এলে তখন আমার ভাবনার হলো ক্ষ্যান্ত, হৃদ আকাশে কালো মেঘ ছিল, মাঝে হৃদয় ক্ষরণ হচ্ছিল তোমার কারণে। কারণ তুমি আমার মন আকাশে একটাই তারা, তোমাকে ডুবতে দেখলে বা ভাবতে গেলে শূন্য হয়ে যাই এই আমি। পাখি নীড় ছেড়ে দূরে যায় আবার আসে, নদীর জোয়ার কমে আবার বাড়ে, আকাশে মেঘ জমে আবার পরিষ্কার হয়, চিরদিন তুমি আমার থাকবে পাশে এই প্রত্যাশা।