বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিপদী

জাকির আজাদ
  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বলেছিলাম ক্ষীণ কণ্ঠে হয়েছিলাম কাতর,

ছুঁয়েছিলাম সরল ভেবে পরে দেখি পাথর।

দিবা রাত্রি পুড়ছি আমি দুঃখ কষ্টের অগ্নিতে,

কী ভুল ছিল কথিত ভালোবাসার লগ্নিতে।

দিনের আলো এসে যখন রাতের আঁধার সরায়

পৃথিবীর সব বিষাদ যেন আমায় শুধু জড়ায়।

আবার তুমি আমার হবে আশা আকাশ সমান,

আয়ু নিয়ে বাঁচা এখন করবে সময় প্রমাণ।

আমার আছে কান্নাগুলোর অষ্টপ্রহর গড়ান,

কষ্টের তাপে ঝলসে পোড়া বোধবিহীন পরাণ।

আমার কেন মন বিষণ্ন্ন অশ্রম্ন সজল দৃষ্টি,

বুকের ভেতর কষ্ট সবই তোমার একক সৃষ্টি।

তোমার আমার সম্পর্ক যদ্দুর সবই গেছে মিটে,

সামনে যাব এখন কদ্দুর স্মৃতির বোঝা পিঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে