দ্বিপদী

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

জাকির আজাদ
১ বলেছিলাম ক্ষীণ কণ্ঠে হয়েছিলাম কাতর, ছুঁয়েছিলাম সরল ভেবে পরে দেখি পাথর। ২ দিবা রাত্রি পুড়ছি আমি দুঃখ কষ্টের অগ্নিতে, কী ভুল ছিল কথিত ভালোবাসার লগ্নিতে। ৩ দিনের আলো এসে যখন রাতের আঁধার সরায় পৃথিবীর সব বিষাদ যেন আমায় শুধু জড়ায়। ৪ আবার তুমি আমার হবে আশা আকাশ সমান, আয়ু নিয়ে বাঁচা এখন করবে সময় প্রমাণ। ৫ আমার আছে কান্নাগুলোর অষ্টপ্রহর গড়ান, কষ্টের তাপে ঝলসে পোড়া বোধবিহীন পরাণ। ৬ আমার কেন মন বিষণ্ন্ন অশ্রম্ন সজল দৃষ্টি, বুকের ভেতর কষ্ট সবই তোমার একক সৃষ্টি। ৭ তোমার আমার সম্পর্ক যদ্দুর সবই গেছে মিটে, সামনে যাব এখন কদ্দুর স্মৃতির বোঝা পিঠে।