অঁাধারের নীল জলে

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

সোহরাব পাশা
পৃথিবীর গল্পে থাকে ডানার বৃত্তান্ত ছায়া ছুটে যায় মেঘের ডাউন ট্রেনে দিনের ভরসা নেই, সন্ধ্যেও চলে যায় কুয়াশার মৌনঘরে যেতে-যেতে সব যায় রাত্রিভাসা জলে নিজর্নতা ডাকে গতকাল; স্বপ্নও স্মৃতির সাকার্স প্যান্ডেলে ধু ধু- পড়ে থাকে ‘দম ফুরানো হাওয়ার গাড়ি।’ কার অন্তরে অন্তর বাজে নিরন্তর শোনার মানুষ খুঁজে ধুম বৃষ্টি নামে অঁাধারের নীল জলে।