অরণ্যে খুঁজি আমাকে

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

মুহম্মদ আসাদুল্লাহ
একটা অনিদির্ষ্ট চলন বিবাগী পরিণতির নদীতে নিরন্তর বয়ে যায়... ‘চযার্গীতিকা’র চÐাল রমণীর নাও তাড়িয়ে নেয় অরণ্যের গভীরে নিসগের্র সান্নিধ্যে আত্মগ্নতার কোলে নিজেকে খুঁজে পাই মনের মানুষ খেঁাজার ছলে। ঈশ্বর প্রতিফলিত হয় অরণ্য-আয়নায় প্রকৃতির জারক-রসে জীণর্ হৃদয় আশ্রয় নেয় বৈরাগ্যের রূপে ধ্রæপদের দরাজ সুরে। অরণ্য উন্মোচিত করে দুরধিগম্যতার রহস্য খুলে দেয় বিরাটত্বের দ্বার। অরণ্যের কাছে আমি কৃতজ্ঞ হই বাউল মনটাকে আবিষ্কার করি সহসাই। সক্রেটিসের কানে কানে বলি... আমি হয়তো চিনেছি আমাকে।