বাবা

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

শান্তা সিকদার সোরাইয়া
কেউ স্কুলে যায় কেউ পাকের্ বাবার হাত ধরে কে আমার ধরবে এ হাত বাবার মতন করে? জেমি, মিমি, তন্বী, দিপা ডাকে ওরা বাবা বাবা, আমার বাবা ডাক শুনতে আসবে বল কেবা। দয়া করে কেউ একবার বল বাবারা হয় কেমন, বাবা নিয়ে হাজার প্রশ্ন উত্তর চায় এ মন। কারো বাবা ডাকে দেখি আমার ল²ী সোনা মা, আমায় কেন কেউ বলতে এসব কখনো আসে না। তোমরা তো সবাই এত্ত জ্ঞানী এত্ত এত্ত বুদ্ধিমান, তবে কেউকি আমায় করবে নাকো উত্তরগুলো দান। সবাই যখন বাবার হাতে হাতটি রেখে চলে, চোখ সরে না দৃষ্টি এড়াই নানান ছলে বলে। মনটা যেন যায় জুড়িয়ে বাবার আদর দেখে, এমনিভাবেই দুনিয়া বুঝি আদর করা শেখে। বাবার আদর সবাই পায় সবাই পেতে পারে, তবে আদরখানি কেন শুধু আমায় একা ছাড়ে। আমিও মানুষ তারাও মানুষ আমিও তাদের মতো, আমিও যদি আদর পেতাম কিবা অন্যায় হতো।