তোমার ভালোবাসায় বঁাচি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. আনোয়ার হোসেন
তোমাকে অজস্রবার অসংখ্য রূপে ভালোবাসি কখনো মনে হয় তুমি নীল আকাশ তাই নীল আকাশ ভালোবাসি কখানো মনে হয় তুমি উত্তাল ঢেউ তাই সাগরকে ভালোবেসে অবগাহন করি কখনো মনে হয় বুক বেয়ে ওঠা অভিমান তাই মেঘের রাজ্যের বিচরণ করি, মেঘকে ভালোবাসি কখনো তুমি অঝোর বৃষ্টি যেন তাই আবেগে ভিজতে ও ভিজাতে ভালোবাসি কখনো মনে হয় তুমি প্রশান্তির হাওয়া তাই বসন্তকে ভালোবাসি কখনো মনে হয় তুমি শিল্পীর অঁাকা নিখুঁত ভাস্কযর্ তোমার ভাস্কযের্র রূপ ঠিকঠাক দেব বলে তাই আমি হতে চাই শিল্পী কখনো মনে হয় তুমি অনবদ্য কবিতার পাÐুলিপি তাই তো সময়ে অসময়ে কবিতা লিখতে ভালোবাসি তোমার দীপ্তিময়, স্নিগ্ধতায় পরিপূণর্ উপস্থিতিকে স্মরণ করে আমি জ্যোৎস্নাকে এত ভালোবাসি তোমার চুলের অতুলনীয় গন্ধের কথা ভেবে ফুলকে ভালোবাসি, বৃষ্টিস্নাত সুধা মাটির গন্ধ শুঁকি! তোমাকে অজস্রবার অসংখ্যরূপে ভালোবাসি কখনো মনে হয় তুমিই জীবন তাই বেঁচে থাকতে ভালোবাসি