মৌবনের মল্লিকায় কঁাপন

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

জেএম আজাদ
গন্তব্য জানা নেই; নেশাতুর চোখে সে শুধুই তাকিয়ে রয় উদ্যানের দিকে; গ্রীবার লাবণ্যে গেঁথে গেছে চোখ যেতে হবে আরো পথ এত অল্পতেই দ্রবীভ‚ত হলে ধ্যান পথের মাটিতে গড়া হবে না কোনো পুষ্পবিতান; উত্থিত আগুন দহনের মূল মন্ত্র ভুলে গিয়ে পথ নেবে মৃত্তিকার; বালক জানে না হেঁটে এলে কতটা পথ মেখে নেওয়া যায় চোখে স্বপ্ন পরান শশকের চাঞ্চল্য নিয়ে সে শুধু তাই ছুটেই চলেছে। দূর পাহাড়ের সানুতে অট্টালিকার সারি অশোকের ছায়ে গাঢ় হলে হৃতকণা, নৈবেদ্য লোহিত মন যমুনার ঢালে গলে গলে জড়ো হয় মনস্কামের তুষার; তখন আর ফেরার পথ থাকে না পরিখা খনন করে সুখ খেঁাজে আদি তৃষ্ণার বীজে। ঝড় এলে, মৌবনের মল্লিকাই শুধু নয় স্বপ্ন মাখা সুনীল চোখও কেঁপে ওঠে বিস্মরণের জল নদী তটে।