নদীতে ঝঁাপিয়ে পড়ার আনন্দে

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

সমর চক্রবতীর্
নদীতে ঝঁাপিয়ে পড়ার সমূহ আনন্দে কম্পমান হাতে নদীতে ছুঁয়ে দেখি জল, অনিদ্রিত বহুভ‚জে তার অন্ধকার নামে নিদ্রায় ভাসে স্বপ্ন জাগরণের নৌকা পাল তুলে আমি স্বপ্নের সাহস উড়াই ঢেউ ভেঙে জল অতলে ডুবি তলদেশ তার মেলে না, মেলে না হায়! দূরের পারে দাঁড়িয়ে একটি অশ্বত্থ গান গায় একা। এপারে আমি, সঘন সবুজ নিঃশ্বাস বুনি তুমি খুুনি আলেয়ার মতো দূরে সরে যাও বন্দরে নোঙর, তবু সব মাঝি একা জাল ফেলে জেলে সেও তবু একা মাঝে মাঝে স্নানঘাটে মানুষেরা জড় হয় কেউ কেউ পিছু ডাকে পিছনে তাকায় দূরের বনপথে মিলিয়ে যায় কার ছায়া? কেউ নেই, মানুষ শুধুই একা