অদৃশ্য

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ০০:০০

মিনতি বালা
কাছে থাকলেই কি কাছের হয়ে ওঠে? মন যদি দূরত্বে থাকে পড়ে! চেনা-শোনা দেখাই কি জানা বোঝা? আবরণেও তো থেকে যায় কতো অচেনা দেখা। সব কথার হয় না মানে অর্থবোধক সঙ্গা মেনে, মনের ভেতর লুকিয়ে রাখা গোপন সুখ-দুঃখের ব্যথা। না জানাই বা জানুক কেউ সাক্ষী থাকুক সেও, পুড়িয়ে আগুন জ্বালুক যতই নাম না জানা কথা। গোপন সুরে বাজুক যতই তালে তালে সুর কাঁটা, কথার মালায় সম্মুখ হবে গোপন গহীন ব্যথা। দূরের হয়েও পেতে পারে সব দখলের দাবি, অদৃশ্যই অনেক আশার অনেক নামি দামি। নিভৃতে যে অকাতরে দিয়েছে সব বলী, অবহেলা আর অবজ্ঞা তারেই দিতে বলি।।