প্রেমপর্ব -১৩২

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ০০:০০

সমীর আহমেদ
জলে ছিপ ফেলে বসে থাকি একা, যদি চন্ডীদাসের মতো কখনো পাই তার দেখা! দেখি, ও পাড়ের ঘাটে শুধু দাঁড়িয়ে এক নিঠুর মৌনতা। ভাষাহীন ভাষার মাঝে থাকে বুঝি মিশে অন্তহীন ব্যথা কিংবা বিষম পিরিতির কথা। কেউ নেই কাছে, তবু নীরবে কে কারে কোথায় ডাকে, কার জন্য কে থাকে নিশিদিন জাগিয়া। এক বসন্তে বলে যেতে পারে কি কোকিল হঠাৎ কেন সে উঠেছিল ডাকিয়া? সাক্ষী না হয় থাকুক বুড়ো বটগাছ। ভেবে ভেবে এসব সাতপাঁচ, দেখি আমার বড়শির সব আদার খেয়ে গেছে কালের চতুর মাছ।