জোনাক পাখির ডানায়

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ০০:০০

স্বপন শর্মা
জোনাক পাখি উড়ছে একটা বাঁশ ঝাড় সেই বাঁশ ঝাড়ের শেষে জোনাক পাখি উড়ছে- পাখির ডানায় আগুন রাতের আয়তন নির্ণয়ে ঘণফলের সূত্র ভুলে সারা জীবৎকাল আঁধারে পথ খুঁজে এখানে এসে থেমেছি। এরপর একটু আলো এসেছিল জমাট বাঁধা রাতের ভেতর হাওয়া ঢুকে পড়তেই তাকিয়ে দেখি রাতের শেষ প্রান্ত দিয়ে জোনাক পাখি উড়ে চলছে। ঠিক ওইভাবে তুমি এক দিন চলে গিয়েছ অনন্ত আঁধারে রেখে... ঘুমে ঢুলে পড়া ক্রীতদাসের মতন জেগে উঠি তড়িৎস্পর্শে খুলে যায় দু'চোখের পাতা চেয়ে দেখি বাঁশঝাড়ের শেষে জোনাক পাখি হয়ে আগুন ডানায় উড়ছে।