নদী পার হচ্ছি

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ০০:০০

দিলীপ কির্ত্তুনিয়া
ভবিষ্যৎকে ধরে বর্তমানের সাথে জোড়া দেবো বলে নদী পার হচ্ছি ... রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এক একটা রাঙানো ভবিষ্যৎ দূরে আলোর মতো দাঁড়িয়ে। ভবিষ্যৎ মানে আংড়া আগুনের মতো শুধু সুখ। অর্জনের অবাক সমারোহ। সফলতার আকাশ-উঁচু। একটা নির্দিষ্ট ভবিষ্যৎ মেনে ছিনিয়ে আনবো বলে যেই করলাম যাত্রা শুরু ... বেদনারও শুরু ব্যথারও আরম্ভ। প্রচুর ক্ষয়ক্ষতি মেনে সামনে এগিয়ে যাওয়া।