বাতাসের কালি

প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ০০:০০

রেজাউদ্দিন স্টালিন
এই বসন্তে তোমাকে পেয়েছি ধন্য, জন্ম নিয়েছি হয়তো তোমার জন্য। হাত রাখ এই শিমুল শাখার মর্মে, প্রেম পবিত্র লেখা আছে সব ধর্মে। প্রেম বানিয়েছে হত্যাকরীকে সন্ত, পাথরের ভাষা প্রেমে হয় প্রাণবন্ত। প্রেমহীন এই পৃথিবীটা মহাশূন্য, অর্জুন জানে আর জানে অভিমুন্য। ভালোবেসে যদি খোয়া যায় সুখ স্বর্গ, বেছে নিতে হয় মৃতু্যর হিম মর্গ; যদি যায় সব হাতি ঘোড়া রানী রাজ্য, ভালোবাসাহীন স্বর্গও পরিত্যাজ্য। বসন্ত যায় শীত বর্ষা ও গ্রীষ্ম, যুদ্ধ জয়ের নেশায় মত্ত ভীষ্ম। দ্রোণাচার্যের নিরবতা অভিসন্ধি, হৃদয় কখনো হয় না শেকলে বন্দি। যুদ্ধের যত প্রান্তর আছে বিশ্বে, তারা শুধু চায় মস্তকটাই হিস্যে। এই বসন্তে আমি চাই প্রেমপত্র, বাতাসের কালি লিখছি দু-এক ছত্র।