তুমিই এই বসন্তের আরাধনা
প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ০০:০০
পঞ্চানন মলিস্নক
কবিতা : তুমি নারীর মতো নরম কণ্ঠে বলেছ যেদিন,
তুমিই এই বসন্তের আরাধনা;
সেদিন হতে ব্রহ্মচারী যুবকের মতো জপে চলেছি শুধু তোমার নাম।
দুগ্ধপোষ্য শিশুর মতন কতদিন কেটেছে ক্রন্দনে মলিন অরণ্যে।
এখন ছিঁড়েছে যখন চোখের মলাট
তখন হবে দেখা ফুল, পাখি ও কোকিলের সনে।
কতবার করে বেজেছে রিংটন-
রিসিভশনে যখন ফসিল কংকাল,
ওখানেই থেমে গেছে সব গোপন আর্তনাদ:
এবার গজিয়ে ওঠা ডালে ডালে জমবে আবার পাখির কুজন,
উষ্ণে মরে যাওয়া নদীতে বইবে ঝরনা ধারা।
দেবতাদের পায়ে আত্মাহুতি দেওয়া অলিরা এসে ঘুম ভাঙাবে কুঁড়িদের।
কবিতা : এই মুহুর্তে ফাগুন হাওয়ায় হোক আবার পাখিদের উৎসব;
ঝুটন, রঙ্গন, নীল গস্নাডিওলাসের নীলে,
ফুলে ফুলে হয়ে উঠুক লাল-লালিত কুমারী প্রতিজ্ঞা।
বাগানের প্রজাপতিদের রঙে ছেয়ে যাক ফের মনের চঞ্চল,
গুরু গম্ভীর সুরে, রোদের বাতায়ন থেকে রোদ এসে পড়ুক ঝরে।
আবার বালিকা মালিকার ভারে নুইয়ে পড়ুক
নবীন, প্রবীণ সব সজ্জিত খোঁপা দল।