রক্তের পিরামিড

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

দালান জাহান
প্রিয় বেদনা ফিরে ফিরে আসে হৃদয়ে লালিত ভাস্কর মুখগুলো অপরাজেয় বাংলা থেকে বাংলার বুক বাংলার বুক থেকে বাংলার মাটি সমগ্র গ্রহ নক্ষত্র আকাশমÐলী ছুঁয়ে মাথা উঁচু করে আজও দঁাড়িয়ে আছে আশ্চযর্ বাংলার রক্তের পিরামিড। কালির কালো আগুনে এখনও শব্দ জ্বলছে অক্ষর জ্বলছে নদী জ্বলছে সমুদ্র জ্বলছে বাংলার ঘাস বাংলার ফুল রঞ্জিত কৃষ্ণচ‚ড়া শিমুল লালে দুলছে। বিস্মিত বিশ্ব তাকিয়ে দেখে অনন্ত আণবিক চেতনায় অক্ষর ভাঙার মৃত্যু মিছিল যুগ থেকে যুগে কাল থেকে কালে রক্ত থেকে রক্তে বয়ে চলছে।