প্রসন্ন বেহাগ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রোকেয়া ইউসুফ
কুঞ্জে কুঞ্জে ভঁাজ, ভঁাজে বিভাজন, যেতেছে ফুরায়ে তেলÑ মিছে আস্ফালন! বৃথা আস্ফালন, হতেছে স্খলন তেজ তপঃ রতি গতি, পঞ্চ পবন; মোহনে সোহনে যত ছিল অমিতাভ রক্ত গোলাপ কলি-কৃষ্ণ নীলাভ, মলয়ে বলয়ে লয় কাঞ্চন মণি গগনে সঘন মেঘ মন্দ্র ধ্বনি, নৃত্যপ্রমত্ত শিখী ক্লান্ত বিবশ কজর্ প্রকষর্ হুতি ক্রমশ নীরস। বিভঙ্গ অনঙ্গতৃষা, মেহাঙ্গ বিলাস উষসী কণককমল ফাটা কাপার্স, সরস ত্রিভঙ্গ রাত শ্রীভঙ্গ বিষাদ মিথ্যে কুহকী ডানা বিদগ্ধ নিষাদ। ভুজঙ্গ মৃদঙ্গবুকে, ত্রিধারা ত্রিভাগ অস্ত যদিও রাগ-প্রসন্ন বেহাগ!