নরকে অমর করে দাও

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শানু মজুমদার
অমরাবতীর দেবী, নরকে তুমিতো আসোনা কখনো আমি নন্দিত নরকে দিব্যি আছি তোমার স্নান উত্তম স্বগের্ উচ্চ মাগের্ আমি এই সব নিয়ে ভাবি না নরকেই ভালো আছি, সমুদয় যন্ত্রণা নিয়ে তার চেয়ে অধিক যন্ত্রণা আমি পৃথিবীতে ভোগ করেছি নিলির্প্ত ব্যাঙের আবার সদির্ সারাদিন ঘ্যাঙর ঘ্যাঙর সেই ভালো আমার বিলাসী আনন্দ সুদূর পরাহত কেবল যন্ত্রণা আমাকে পুড়িয়ে অঙ্গার করে আমি নিবির্কার; ভালোমন্দ এতসব বুঝি না। দেবী, অমরাবতীÑআমাকে চিনতে পারছো? ঐ যে আদর করে তোমাকে রাজহংসী ডাকতাম সত্যি রাজহংসীর মতন মরাল-গামিনী তুমি হেলে দুলে, আহ কী চমৎকার...! তোমার রন্ধন শৈলী, এখনো জিহŸায় লেগে আছে যা কিছু সুস্বাদু তুমি তার জননী ছিলে দেবী অমরাবতী, তোমার গহীন কৃষ্ণকালো নয়ন জুড়ে আমার আমৃত্যু ভালোবাসার স্বপ্ন ছিল সেই সব হারিয়ে আমি নিঃস্ব প্রায় অবশেষে নরকে স্নান নিয়েছি দেবী অমরাবতী, স্বগের্ তুমি অবিরাম আনন্দে থেকো কেবল নরকে আমাকে অমর করে দাও।