শিরোনামহীন সম্পকর্

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মো. আনোয়ার হোসেন
আমার সাথে তোমার যে সম্পকর্ আমি তার কোনো নাম দেবো না সূযোর্দয়ের সঙ্গে ভোরের শিশির বিন্দুর সম্পকর্ লজ্জাবতী লতার সঙ্গে মানুষের স্পশের্র যে সম্পকর্ তোমার সঙ্গে আমার সে সম্পকর্ নয় তাই আমি এ সম্পকের্র কোনো নাম দেবো না। আমি শুধু জানি সূযের্র আলোতে চঁাদের যত রূপ লাবণ্যতা তার সবই তুমি চন্দ্রের আকষের্ণ সমুদ্রের জোয়ারের সবটুকুই তুমি আমি মেঘ হয়ে যতবার বৃষ্টি ঝরাবো তার সবটুকুও তুমি! বৃষ্টির পর হঠাৎ উদিত রংধনু ঋতু পরিবতের্নর মৌসুমী বায়ু বা শীতের পাখির মতো সম্পকর্ নয় তোমার সঙ্গে তাই আমি এ সম্পকের্র কোনো নাম দেবো না, আমি শুধু জানি অলিন্দ-নিলয়ে সমস্ত রক্তপ্রবাহে তুমি ঋতু পরিবতের্নর খেলায় এ মনে যা কিছু ঘটে তার সবই শুধু তুমি।