প্রকৃতির কোলে

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

হাসান নাজমুল
আমরণ রবো প্রকৃতির কোলে, প্রকৃতিই বোঝে ব্যথার রোদন; বৃষ্টির জলের সঙ্গে মিশে যায় দু’চোখের জল; আদরে বরণ- করে নেয় ব্যথা, প্রকৃতি উদার; ব্যাপক-বিস্তৃত প্রসারিত ভ‚মি- ভেঙে দেয় ক্লেশÑভাঙে জীণর্ মন; অনটন কবে ছিল তার বুকে? কোমল পরশে কুঞ্চিত হৃদয়- মহাদেশ হয়; চরম চলিষ্ণু- হয়ে চলে; যেন বাষ্পীয় শকট! প্রশান্তি ঘুমায় প্রকৃতির কোলে।