বিদায় আবজর্না

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সমরেশ দেবনাথ
এবার এসেছে সময় ময়লা, আবজর্না, উচ্ছিষ্ট ত্যাগ করার! সোনার দেশে সোনার মানুষ থাকবে বলেছিলেন মহান নেতা! দীঘির্দন আগাছা, পরগাছার চাষ হয়েছে এবার ওসব ওপড়ে ফেলো আগাছা আবজর্নায় সমাজ ভরে গেছে ছেনি দিয়ে নিড়িয়ে ফেলো। তাকাও রাজনীতিতে সেখানেও জমেছে ময়লা, জমেছে আবজর্না জ্ঞান নামক বৃক্ষ দিয়ে ওসব দূর করো। যার যা কাজ সে তাই করুক যে কাজ করবে, সেই ভাত পাবে পরগাছা হয়ে কতদিন টিকবে দুবৃর্ত্ত? অনেককেই দিয়েছি বিদায়, এবার আবজর্নাÑ সকল, তোমাদের পালাÑ তোমাদের বলব, বিদায়, বিদায়!